প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোগে একদিনে ১০ হাজার ৫০২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৫ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ১৮৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ২৫৪ জন। মারা গেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৩৭৯ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১ জন। সুস্থ ৭০ লাখ ৮৭ হাজার ৭৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ১০টি দেশে: ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া এবং মেক্সিকো।
ভারতে ৮৯ লাখ ১২ হাজার ২০৭ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৩১ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৭৪৩ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৯ লাখ ১১ হাজার ৭৫৮ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech