হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে  ৩০ জন আহত

ডায়ালসিলেট ডেস্কঃঃ হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা সদরের উমেদনগর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় ইজিবাইকের (টমটমের) একটি স্ট্যান্ড রয়েছে। ওই স্ট্যান্ডের দখল নিয়ে পৌর এলাকার উমেদনগর গ্রামের দু’টি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের আলগাবাড়ি ও পূর্ব পাড়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় খোয়াইমুখ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলীর নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ