সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ২ কর্মী বহিস্কার

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ২ কর্মী বহিস্কার

ডায়ালসিলেট::

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ২ কর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেওয়ান কামরান ও সাজ্জাদুর রহমান সাজুকে সাময়িক বহিস্কার করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালনকালে সিলেটের স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক রাসেল আহমদকে লাঞ্চিত ও মারপিট করার কারনে তাদের বহিস্কার করা হয়ে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে দলীয় মোতাবেক স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে অবহিতকরণ করা হয়। তাদের সাথে যোগাযোগ করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে দলীয় কোন নেতাকর্মীদের বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করা হয়।

0Shares