প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
ডায়ালসিলেট::
সিলেটে করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০ হাজার লিটারের ট্যাংক থেকে রোগীদের দেয়া হচ্ছে অক্সিজেন। শুক্রবার (৪ ডিসেম্বর) এ ট্যাংক থেকে প্রয়োজনীয় রোগীদের অক্সিজেন সরবরাহ করা শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র ।
তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কয়েক মাস ধরে শামসুদ্দিন হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপনের কাজ চলছিল। গত বৃহস্পতিবার ট্যাংকটি হাসপাতালে পৌঁছার পর তা স্থাপন করা হয়। তবে যে প্রতিষ্ঠান ট্যাংক সরবরাহ করার কথা ছিলো তারা কিছুটা দেরি করে।
সুশান্ত কুমার মহাপাত্র বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে আইসিইউ ইউনিটসহ এখন সব ওয়ার্ডেই অক্সিজেন পোর্ট বসানো হয়েছে।
উল্লেখ্য- দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সিলেট নগরীর ১০০ শয্যাবিশিষ্ট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech