প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১০ জন ও মৃত্যুবরণ করেছেন ২জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৬জন এবং সিলেটে মারা গেছেন ২জন।
এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ৭৯২জন। এর মধ্যে সিলেট জেলায় ৮হাজার ৫৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯১১ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৩৬জন।
করোনায় মোট মৃতের সংখ্যা ২৪৭জন। এর মধ্যে সিলেটে ১৮৪জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন৪৯ জন। এর মধ্যে সিলেটে ৪৮ জন ও হবিগঞ্জে ১জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৬০৩ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৮৯৫ সুনামগঞ্জ ২হাজার ৪১৬জন, হবিগঞ্জ ১হাজার৫৭৭ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৫ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech