সিলেটে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

সিলেটে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারী গ্রেফতার হয়েছে। এর মধ্যে একজন মহিলাও রয়েছে। আটককৃতরা হচ্ছে-জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের আব্দুস সালামের পুত্র কাওছার আহমদ (২৯), দক্ষিণ সুরমার বড়ইকান্দি মোগল দোকান এলাকার বর্তমান বাসিন্দা ও মৌলভীবাজারের রাজনগরের একামধু গ্রামের মোঃ উজ্জল আহমদ(২৬) এবং এসএমপি’র কোতয়ালী থানার কীনব্রীজ এলাকায় বসবাসকারী (ভাসমান) পিচ্ছি সনি (২৩)।

এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব মোরশেদ সঙ্গীয় অফিসার সহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জালালাবাদ থানাধীন কুমারগাঁও তেমুখী পয়েন্টস্থ দিবা-রাত্রী রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ সংবাদের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে বিকাল সাড়ে ৪টার দিকে সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ তিন আসামীকে আটক করেন। আটক আসামীদের তল্লাশী করে তাদের হেফাজত হতে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা উদ্ধার করেন। এ ব্যাপাওে এসআই(নিঃ) মোঃ মাহবুব মোরশেদ বাদী হয়ে এ তিনজনের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের-৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করেন। আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চার্জ-অফিসার মোঃ শাহিন মিয়া জানিয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ