সিলেটে করোনায় আক্রান্ত আরো ৩০জন

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

সিলেটে করোনায় আক্রান্ত আরো ৩০জন

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে করোনায়  আক্রান্ত হয়েছেন ৩০ জন রোগী। আজ  সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে গত ২৪ঘন্টায় করোনায় সনাক্ত হওয়ার রোগীর সংখ্যার কথা নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেটে জেলার ২৮ জন ও মৌলভীবাজার ২ জন। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২২জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৯৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯১১ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৩৮জন।

এদিকে, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো  ২৪৭ জন। এর মধ্যে সিলেটে ১৮৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৬২৫ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৯১৪ জন, সুনামগঞ্জ ২ হাজার ৪১৬জন, হবিগঞ্জ ১ হাজার ৫৭৭ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৮ জন।

 

 

0Shares