সিলেট নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

সিলেট নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ডায়ালসিলেট ডেস্কঃঃ হবিগঞ্জের নবীগঞ্জে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সাতাহাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের পর বাস ও অটোরিক্সা রাস্তার পাশে ফসলি জমিতে পড়ে গেছে। অটোরিক্সাটি বাসের নিজে চাপা পরার কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া।

তিনি বলেন, বর্তমানে সিএনজি অটোরিক্সাটি বাসের নিচে চাপা পরে আছে। এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ