সিলেট পানসি রেস্টুরেন্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

সিলেট পানসি রেস্টুরেন্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ডায়ালসিলেট ডেস্কঃঃ পঁচা, বাসি গ্রিল ও কেমিক্যাল, বিষাক্ত রঙ মেশানো এবং অপরিছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে সিলেটের আরেকটি জনপ্রিয় রেস্টুরেন্ট “পানসি রেস্টুরেন্টকে” সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে র‍্যাব-৯ এর নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান এ জরিমানা করেন। তিনি সাংবাদিকদের বলেন, “সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পানসি রেস্টুরেন্টে অভিযানকালে পঁচা-বাসি গ্রিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের কারণে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এর আগে পাঁচভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেন এ আদালত।

0Shares