প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
ডায়ালসিলেট::
ট্রাফিক পক্ষ ২০২০ উপলক্ষে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে গতকাল সোমবার তিনটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ ৩১টি যানবাহন আটক করা হয়েছে। এ সময় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, এসএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘ট্রাফিক পক্ষ ২০২০’ উপলক্ষে গতকাল সোমবার নগরের চৌহাট্টা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ট্রাফিক পক্ষ উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ডিউটির পাশাপাশি ৬টি চেকপোস্টের মাধ্যমে ৩১টি যানবাহন আটক করা হয়। যার মধ্যে ৩টি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা রয়েছে।
এ সময় ৪৯টি মামলা দাখিল করা হয়। এছাড়া নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech