প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১১ জন ও মৃত্যুবরণ করেছেন ১জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৯জন এবং সিলেটে মারা গেছেন ১ জন।
এ নিয়ে সিলেট বিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ৮৩৩জন। এর মধ্যে সিলেট জেলায় ৮হাজার ৬০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯১১ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৩৮জন।
করোনায় মোট মৃতের সংখ্যা ২৪৮জন। এর মধ্যে সিলেটে ১৮৫জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন৪৬ জন। এর মধ্যে সিলেটে ৪৬ জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৬৫৯ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৯৪২ সুনামগঞ্জ ২হাজার ৪২০জন, হবিগঞ্জ ১হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৮ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech