সিলেটে অনলাইন মূসক নিবন্ধন ও রিটার্ন দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২০ উপলক্ষে সিলেটে অনলাইন মূসক নিবন্ধন ও রিটার্ন দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মঙ্গলবার সিলেট নগরীর মেন্দিবাগস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তির ছোঁয়ার দেশের প্রতিটি ক্ষেতে বৈপ্লবিক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, জনগণের করের টাকায় দেশ চলে, তাই জনগণকে সঠিকভাবে সেবা দিতে হবে। এতে কোনো গাফিলতি করা যাবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ভ্যাট ও কর প্রদান যেন নির্বিঘ্নে হয়, ভ্যাটদাতারা যাতে কম সময়ে এবং নির্বিঘ্নে অফিসে না গিয়ে, কাগজপত্র বহন না করে তাদের সেবা নিতে পারেন সেজন্য অনলাইন মূসক নিবন্ধন ও রিটার্ন দাখিল পদ্ধতি চালু হয়েছে। মূলত দেশের বৃহৎ জনগোষ্ঠীকে অতি সহজে একটি নেটওয়ার্কে আনতে এ সেবা চালু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র উপ কমিশনার মো. শায়েখ আরেফিন জাহেদী ও সহকারী কমিশনার রবীন্দ্র কুমার সিংহ। প্রশিক্ষণ পরিচালনা করেন অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মিজানুর রহমান।

0Shares