যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার টিকা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার টিকা

আন্তর্জাতিক ডেস্কঃঃ যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োটেকের টিকা প্রয়োগ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। এবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার টিকার জরুরি অনুমোদন দিতে যাচ্ছে দেশটি। আজ বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্নার টিকা ৯৪ শতাংশ কার্যকর বলে জানিয়েছে। এ টিকা যুক্তরাষ্ট্রে পেলে এটি হবে দেশটিতে ব্যবহৃত দ্বিতীয় টিকা।

এ টিকা নিরাপদ বলে জানিয়েছে এফডিএ। মডার্নার টিকার বিষয়ে এফডিএ ৫৪ পৃষ্ঠার একটি গবেষণা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এ টিকা গ্রহণে বিশেষ কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এ টিকার কার্যকারিতা ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতার তথ্য পাওয়া গেছে।

২০১০ সালে প্রতিষ্ঠিত জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার এ প্রথম কোনো পণ্য এফডিএ কর্তৃক অনুমোদন পেতে যাচ্ছে। মডার্না জানায়, এই সপ্তাহে অনুমোদন পেলে ২৪ ঘণ্টার মধ্যেই সারা দেশে টিকা সরবরাহ শুরু হবে। অনুমোদন পেলে টিকা তৈরিও বাড়ানো হবে বলে জানিয়েছে তারা।

মডার্নার টিকার সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, মাংসপেশি ও গিরায় ব্যথা। ফাইজারের টিকা অনুমোদনের আগে এফডিএ একই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছিল। ফাইজারের মতো মডার্নার টিকাও দুইবার নেওয়া লাগবে। প্রথমবার নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় বুস্টার শট নিতে হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ