বাংলাদেশ প্রথম থেকেই টিকা পাবে

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

বাংলাদেশ প্রথম থেকেই টিকা পাবে

ডায়ালসিলেট ডেস্ক::

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারত উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে। ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না—এমন খবরে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা নাকচ করেছেন তিনি।

গণমাধ্যমকে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সেরাম ইনস্টিটিউটের প্রধানের যে বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে, তা আমাদের নজরে এসেছে। এতে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ, ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।

হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। সূত্র : দৈনিক ইত্তেফাক

0Shares