লায়ন্স ক্লাব অব বনানীর নগদ অনুদান ও কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

লায়ন্স ক্লাব অব বনানীর নগদ অনুদান ও কম্বল বিতরণ

লায়ন্স ক্লাব অব বনানীর পক্ষ থেকে লায়ন মো. লুৎফুর রহমানের এমজেএফ এর নগদ অনুদান ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে লায়ন্স শিশু হাসপাতাল সিলেটে নগদ অনুদান ও কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

এসময় লায়ন শিশু হাসপাতালের চেয়ারম্যান ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত এইচ. ই. ড. বানশিধর মিশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাস্ট ডিষ্ট্রিক্ট গভর্ণর. লায়ন ডাঃ আজিজুর রহমান, লায়ন শফিকুল আজম ভূইয়া, বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির প্রেসিডেন্ট লাঃ মশিউর আহমদ।

লায়ন ইমরান আহমদ এমজেএফ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লায়ন ডা. এমএস জামান চৌধুরী বাহার, পরিচালক লায়ন এম. মুহিবুর রহমান, লায়ন মো. সাফওয়ান চৌধুরী, লায়ন ডা. এম. এ. মতিন, লায়ন ডা. শামীমুর রহমান, লায়ন নুর আহমদ, লায়ন ডা. সাইদ মো. খছরু, লায়ন মো. মাহবুবুুল হক, লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, লায়ন জহির বখত, লায়ন সৈয়দ আব্দুল কাইয়ুম, লায়ন ইমরান আহমদ, লায়ন এম. আফতাব আহমদ, লায়ন ডা. এম. এ. গাফফার, লায়ন ডা. কেএইচ মাজহারুল আনোয়ার, লায়ন্স ক্লাব অব সিলেটের আইপিপি লায়ন মো. আব্দুল হামিদ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. সুলেমান আহমদ, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান, সেক্রেটারী লায়ন আব্দুল্লাহ আল মামুন শামন, জয়েন্ট সেক্রেটারী লায়ন হুমায়ুন কবির, ট্রেজারার লায়ন মুসাব্বির মো. মুসা, জয়েন্ট ট্রেজারার লায়ন অঞ্জন কুমার দাস, লায়ন ফজলুল বাছিত বেলাল, লায়ন আব্দুস সাত্তার সুয়েব, সদস্য লায়ন হুমায়ুন আহমদ, লায়ন মো. মিসবা-উল-ইসলাম, লায়ন মো. হাবিবুর রহমান। এছাড়াও ঢাকা বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ