দিনব্যাপী সিলেট বইমেলা শনিবার

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১

দিনব্যাপী সিলেট বইমেলা শনিবার

ডায়ালসিলেট ::

আগামী শনিবার (২০ মার্চ) সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ষষ্ঠবারের মতো এ বইমেলা হচ্ছে। তবে অন্যান্য বছর পক্ষকালব্যাপী এ আয়োজন চললেও এবার করোনাভাইরাস পরিস্থিতিতে একদিন ব্যাপী হচ্ছে। ওইদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানিয়েছেন, মেলায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ১৭টি বইয়ের স্টল অংশ নেবে। এগুলো হচ্ছে প্রথমা, কথাপ্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, চৈতন্য, নাগরী, বাসিয়া প্রকাশনী, শ্রীহট্ট, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অক্ষরবৃত্ত, জসিম বুক হাউস, মালঞ্চ, সিলেট বুক সেন্টার, মারুফ লাইব্রেরি ও নাজমা বুক ডিপো।

মেলা আয়োজনে সহযোগিতায় রয়েছে সিলেট সিটি করপোরেশন।

সূত্র আরও জানায়, দিনব্যাপী আয়োজনে থাকবে গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন। মেলা উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনুবাদক নিজামউদ্দিন লস্কর ময়নাকে।

প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি তামান্না ইসলাম জানিয়েছেন, মেলায় সবাইকে মাস্ক পরে আসতে হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ