পুরুষদের পাশাপাশি নারীদেরও এই কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবেঃ স্বর্ণলতা রায়

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১

পুরুষদের পাশাপাশি নারীদেরও এই কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবেঃ স্বর্ণলতা রায়

এমরান ফয়সল::

বাংলাদেশের নারী নেতৃত্ব সারাবিশ্বে অনুকরণীয়। বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত করতে বিশাল অর্থনৈতিক কর্মকান্ড জরুরী। উইমেন্স চেম্বার রয়েছে ।পুরুষদের পাশাপাশি নারীদেরও এই কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। নারীদেরকেও সার্বিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। আমরা এই প্রথম সিলেটে নারীদেরকে নিয়ে একটি সাফল্যমুখী আয়োজন করতে পেরেছি এতেই আমরা নিজেদের গর্বিত মনে করছি।আমরা সব ধরনের সাস্থ্যবিধি মেনে মেলা পরিচালনা করছি ।মেলায় কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।আমরা আইনি সব কিছু মেনেই কাজ করে যাচ্ছি ,তিনি প্রশাসন ধন্যবাদ জানান।নারীদের কিছুটা সহায়তা প্রদান করে তাদের শুধু উন্নয়নের অংশীদার করে তোলার মধ্যে আমাদের লক্ষ্যকে সীমিত করতে চাইনা।আমরা লিখতে চাই যে নারী র্ত্বাচ সামাজিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন ।বতর্মান অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্পর্কে তার প্রত্যাশা তার ভাবনাকে ক্ষুরধার করতে এবং বাস্তবসম্মতভাবে তা কাযর্কর করে তোলার জন্য নারীর সহযোগী হতে চায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।আমরা কারো জন্য কাজ করি না,আমরা সবাই এক সাথে কাজ করি।যেহেতু সমাজের লিঙ্গ বৈষম্য একটা পাথরের মত পথ রোধ করে আছে,আমরা নারী ও পুরুষ উভয়কে নিয়েই একত্রে সেই পাথরটাকে ঠেলে সরিয়ে দিতে চাই। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা শেষে একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ