প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক ::
সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার দাবীতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে।
এসময় বক্তারা মানববন্ধনে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে লকডাউন প্রত্যাহারের দাবী এবং স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনার লক্ষ্যে সুযোগ প্রদানে সরকারের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ীরা আরো বলেন, আমরা অনেকেই ঋণগ্রস্থ। গত বছরে বিভিন্ন উৎসবে আমরা ব্যবসা পরিচালনা করতে না পাড়ায় এখনও অনেকেই ক্ষতিগ্রস্থ। দোকানের কর্মচারী সহ আমরা ব্যবসায়ীরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছি। এমতাবস্থা চলতে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। তাই আমরা জনদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।
উক্ত মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ফুয়াদ বিন রশীদ, আবুল কালাম আজাদ, আজির উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী মাখন, আব্দুর রহিম, মো. হাবিবুর রহমান, মোস্তফা মেহেদী হাসান খান, সাব্বির আহমদ লোকমান, সোহেল ওসমানী গণি, জাবেদুর রহমান, শাহ নেওয়াজ শাকিল, জাহাঙ্গীর হোসেন খান, আব্দুল আহাদ প্রমুখ।
বিজ্ঞপ্তি
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech