কামরান আছমা হেলথ কেয়ার সেন্টারের ইফতার প্রদান

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

কামরান আছমা হেলথ কেয়ার সেন্টারের ইফতার প্রদান

ডায়ালসিলেট ডেস্ক ::

কামরান-আছমা হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে স্বাস্থ্য কর্মীদের সম্মানে ইফতার প্রদান করা হয়। গতবছর রমজান মাস ব্যাপী বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের পক্ষ থেকে করোনা ইউনিটের স্বাস্থ্য কর্মীদের জন্য ইফতার বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ডা. আরমান আহমদ শিপলু বলেন, শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক, সেবক-সেবিকা সহ সংশ্লিষ্ট সবাই কোভিড আক্রান্ত মানুষকে সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন। পবিত্র রমজান মাসে তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন  কামরান আছমা হেলথ কেয়ার সেন্টারের সভাপতি ডা. আরমান আহমদ শিপলু, শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. হানিফ আহমদ রুবেল, আরএমও ডা. সুশান্ত, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সদস্য আলী হোসেন আলম, মহানগর ছাত্রলীগ নেতা তায়েফ উদ্দিন, ফুরকান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ