নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার ইফতার বিতরণ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার ইফতার বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক ::

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বাদ আসর নয়াসড়ক পয়েন্টে এই ইফতার সামগ্রী বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ইফতার বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র এই রমজান মাসে সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মহৎ কাজ। সমাজের সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।

নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার আহবায়ক মো. ইমাম উদ্দিন রুজেলের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক আভি আহমদের পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও এলাকার বিশিষ্ট মুরব্বি  ইকবালুর রহমান কামাল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, বাবুল মিয়া, সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মিলাদ আহমেদ, সাংবাদিক বদরুর রহমান বাবর, এলাকার ব্যবসায়ী বাবর আহমদ, শাহিন আহমদ, আল আমিন, লিয়াকত হোসেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী রাসেল আহমদ, ইকবাল হোসেন, নওশাদ হুসেইন রাঈয়ান, সোহাগ ভুইয়া, নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক মো. রনি, আজাদ খান, সাকিব হাজারি, জামিল হোসেন, মাহবুব হোসেন মান্না, তৌকির আহমেদ ফাহিম, কনক কান্তি দাশ, মিনহাজুর রহমান রাহী, সদস্য সচিব জিহাদুর রহমান তাহা, সদস্য সৈয়দ নায়িম, নাজিম উদ্দিন, নাসির খান, আলম তুষার, জেবুল হাসান, আমির হুসেইন রাহাত, ইয়ামিন আহমদ, মেহরাজুর রহমান সাবিত, রুবেল, কাইয়ুম, নাজির নাহাল, নাছিম, আরমান রায়হান প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন প্রবাসী মোছা. রাবেয়া বেগম, হ্যাপি উদ্দিন, শফিকুর রহমান সেপু, আওলাদ হোসেন, কামরুন্নাহার পলি, মুহিবুর রহমান শিবলু। বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ