ফ্রান্স থেকে ৩০টি রাফাল যুদ্ধবিমান কিনছে মিশর

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ৪, ২০২১

ফ্রান্স থেকে ৩০টি রাফাল যুদ্ধবিমান কিনছে মিশর

আন্তর্জাতিক ডেস্ক::

ভারতের পর এবার মিশরও কিনতে যাচ্ছে রাফাল যুদ্ধবিমান। ৩০টি রাফাল কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে ফ্রান্সের সঙ্গে। মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে ৪৫০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধিনেই আসছে রাফাল। তবে এই পুরো অর্থ শুধু বিমানের দাম নাকি আনুসাঙ্গিক সকল খরচ তা স্পষ্ট করা হয়নি। তবে মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১০ বছরে এই অর্থ পরিশোধ করা হবে। এপ্রিল মাসের শেষ নাগাদ মিশরের কাছে ফ্রান্সের রাফায়েল বিমান বিক্রির চুক্তি চূড়ান্ত হয়।

এতে স্বাক্ষর করতে মিশরের একটি দল প্যারিস সফরে রয়েছে।

 

এর আগে গত বছরের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছিল, তিনি মিশরের কাছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টিকে দেশটির মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত করতে চান না। কারণ তাতে উত্তর আফ্রিকা অঞ্চলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ দুর্বল হয়ে পড়তে পারে। ম্যাকরনের ওই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মিশরে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট সিসি এবং এবং তিনি বিরোধী পক্ষগুলোকে কঠোর হাতে দমন করে যাচ্ছেন। ব্যবসায়ীক কারণে এসব দিকে না তাকানোর চেষ্টা করছে ফ্রান্স।

0Shares