প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১০, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::
টানা চারদিন পর ভারতে করোনা শনাক্ত ৪ লাখের নিচে নামলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৭৫৪ জন।
এর ফলে দেশটিতে টানা চারদিন পর করোনা শনাক্ত ৪ লাখের নিচে নামল। টানা তিনদিন পর করোনায় মৃত্যু নেমেছে চার হাজারের নিচে।
সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সোমবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য দেয়া হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ফলে করোনায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে। আর করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনের।
দেশটিতে ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এরপর শনাক্ত কিছুটা কমে আসলেও গত ৪ দিনে টানা চার লাখের বেশি ছিল। এছাড়া বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে গত ৭ মে করোনায় একদিনে চার হাজার মৃত্যু হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
তবে ভারতে একদিনে নমুনা পরীক্ষা এবং টিকাদানও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ১৪ লাখ ৭৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৩ জনের।
অন্যদিকে, দেশটিতে আরও ৭ লাখ ৩৬ হাজার ৯৪০ জনকে টিকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ কোটি ১ লাখ ৭৬ হাজার ৬০৩ জন টিকা পেয়েছেন ভারতে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech