প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৫০ জনের বেশি অভিবাসী নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধারকৃতদের মধ্যে ৩৩ বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। তারা ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন। নৌকাডুবির পর সেখানে উদ্ধারকার্য পরিচালনা করে তিউনিশিয়ার সেনাবাহিনী।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা জানা যায়নি।
আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলেই বাংলাদেশের নাগরিক। রোববার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন। তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech