প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুন ২, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেট সিটি করপোরেশন কর্তৃক আটক ৫০টি ব্যাটারিচালিত রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সিলেট সিটি করপোরেশন কর্মচারীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা।
বুধবার (২ জুন) এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, সিপিবি জেলা যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ মার্কসবাদী সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এ হামলার ঘটনার নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বুধবার (২ জুন) দুপুর ২টায় আম্বরখানা পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশারা বিক্ষোভ মিছিল করে সিটি পয়েন্টে বসে আইনশৃখঙ্খলা বাহিনীর সদ্যসদের উপস্থিতে শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে সিটি করপোরেশনের ভিতর থেকে লাটিসোটা হাতে কর্মচারীরা অবস্থান নেয়।
এক পর্যায়ে ভিতর থেকে ইট-পাটকেল ছুড়ে মারলে পরে রিক্সা শ্রমিকরাও পাল্টা ঢিল ছুড়ে। এসময় আইনশৃখঙ্খলা বাহিনীর সদস্যরা সিটি কর্পোরেশনের গেইট বন্ধ করে মধ্যখানে অবস্থান নেন। হেলমেট পড়ে সিটি করপোরেশন কর্মচারীরা বাঁশ, লাটিসোটা ও দেশী অস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলা করে। হামলায় এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
নেতৃবৃন্দ বলেন, ব্যাটারিচালিত রিকশা আটক শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপ। করোনার কারণে এমনিতেই বেকারের সংখ্যা বাড়ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে। সেখানে নিজের উদ্যোগে শ্রমিকরা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। নেতৃবৃন্দ আরো বলেন, ব্যাটারিচালিত রিকশার নকশা আধুনিকায়ন করা হোক যাতে যানবাহনটি নিরাপদ গতি নিয়ন্ত্রণ করা যায় এবং নীতিমালা প্রণয়নকরে লাইসেন্স প্রদান করা হোক।
ব্যাটারিচালিত রিকশা আটক অমানবিক মন্তব্য করে অবিলম্বে সিলেট সিটি করপোরেশ কর্তৃক আটক রিকশা ছেড়ে দেওয়ার আহবান জানান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech