ফায়ারসার্ভিস কর্মকর্তাদের সাথে ভলান্টিয়ার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুন ২, ২০২১

ফায়ারসার্ভিস কর্মকর্তাদের সাথে ভলান্টিয়ার নেতৃবৃন্দের মতবিনিময়

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট নগরীর আলমপুরে সিলেট বিভাগীয় ফায়ারসার্ভিস আঞ্চলিক অফিসে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সিলেট নগরীর প্রশিক্ষিত ভলান্টিয়ার নেতৃবৃন্দের সাথে সিলেট আঞ্চলিক পরিচালক আনিছুর রহমান এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সিলেটে ঘন ঘন মৃদু ভূমিকম্প হওয়ার ফলে ও বড় ধরনের ভূমিকম্প বা দূর্যোগে সিলেটে ফায়ারসার্ভিস কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি ভলান্টিয়াররা যাতে নির্বিগ্নে উদ্ধার তৎপরতা ও সহযোগিতা করতে পারে সেই আলোকে আলোচনা করা হয়। তথ্যমতে, ২০১৬ সালের হিসেবে সিলেটে নগরীতে ৫৪০০ প্রশিক্ষিত ভলান্টিয়ার রয়েছেন,। নতুন ভলান্টিয়ার সৃষ্টি, ইকুইপমেন্ট , মহড়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিটি ওয়ার্ডে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ, প্রশিক্ষিত ভলান্টিয়ারদের তালিকা তৈরী ও হালনাগাদের জন্য অনুরোধ করা হয়। সভা শেষে সিলেট আঞ্চলিক অফিসে রক্ষিত ইকুইপমেন্টগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভায় নব নিযুক্ত পরিচালক আনিছুর রহমান, সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া, সিনিয়র অফিসার হুমায়ুন ইসলাম, সোলাইমান, মিজানুর রহমান, যীশু তালুকদার সহ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ