ডা. বিকর্ণ কুমার ঘোষের সাথে বিসিএস সিলেট জেলা নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

ডা. বিকর্ণ কুমার ঘোষের সাথে বিসিএস সিলেট জেলা নেতৃবৃন্দের সাক্ষাত

ডায়ালসিলেট ডেস্ক :  বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ এর সাথে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শনিবার (১২ জুন) সন্ধ্যা ৬ টায় সিলেট ক্লাবে তার সাথে বিসিএস নেতৃবৃন্দরা মিলিত হন।

পরে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার নেতৃবৃন্দরা ডা. বিকর্ণ কুমার ঘোষকে সম্মাননা স্মারক প্রদান করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এ টি শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আফজল রশীদ চৌধুরী, প্রাক্তন সভাপতি হাসিন আহমদ, এফবিসিসিআই পরিচালক তাহমিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ বিন আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, বিসিএস সিলেট শাখার সদস্য মাসুদ হায়দার জালালাবাদি, সরদার আমিনুর রহমান সুপন, হাবিবুর রহমান জুনেদ প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ