নতুন সময় বিধিনিষেধে ব্যাংক লেনদেন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

নতুন সময়  বিধিনিষেধে ব্যাংক লেনদেন

ডায়ালসিলেট ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরো প্রায় এক মাস। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে।

ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৫টা পর্যন্ত লেনদেন পরবর্তী অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য । এই নির্দেশনা বহাল থাকবে ১৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে আজ বুধবার (১৬ জুন)।

লেনদনের পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, বলে সার্কুলারে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জনসাধারণের প্রয়োজন বিবেচনায় নিয়ে করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেয়।
সূএ:kalerkantho

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ