প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক: বিমান হামলায় ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের ব্যস্ততম একটি এলাকায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে এ হামলা হয়। হামলায় আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে অর্ধশতাধিকের অবস্থা গুরুতর। এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল টিমকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না, বলে স্বাস্থ্যকর্মীদের অভিযোগ।
আহতদের তাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের আয়দার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বরাত দিয়ে খবরে বলা হয়, বিমান থেকে তোগোগার ব্যস্ততম বাজার এলাকায় বোমা ফেলা হয়।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সামরিক বাহিনী এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেন সেউম।সরকার গত বছরের নভেম্বরে তাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত ওই অঞ্চল ছিল তাইগ্রে পিপিলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) শাসনাধীন। সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সংঘাতে ওই এলাকায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে।
ডি.এস/সাবিহা
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech