‘মাদক অপরাধীদের মধ্যে গোলাগুলিতে’ নিহত ১৯

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

‘মাদক অপরাধীদের মধ্যে গোলাগুলিতে’ নিহত ১৯

ডায়ালসিলেট ডেস্ক: দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে মেক্সিকোর উত্তরাঞ্চলে। শুক্রবার প্রত্যন্ত ওই এলাকাটি থেকে গুলিবিদ্ধ ওই ১৮ জনের লাশ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।
জাকাটেকাস প্রদেশের দুর্গম এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে- বলে গণমাধ্যমকে জানান মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রোসিও এগুইলার।

ভয়াবহ ওই সংঘর্ষ হয় প্রদেশটির ভালপারাইসো শহরে কুখ্যাত সিনালাও এবং জালিসকো বাহিনীর মধ্যে।অপহৃত দুই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধারের দুই দিন পর মাদক ব্যবসায়ীদের ওই মরদেহ উদ্ধার করা হয়।

ডি.এস/সাবিহা

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ