বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার মানববন্ধন

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার মানববন্ধন

ডায়ালসিলেট ডেস্ক :: লকডাউন চলাকালীন শ্রমজীবি-নিম্নআয়ের মানুষের ঘরে-ঘরে খাদ্যসামগ্রী সরবরাহ করা, জেলা-উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস সহ করোনা চিকিৎসা নিশ্চিত করা, অবিলম্বে সকল মানুষকে করোনা টিকা প্রদানের আওতায় নিয়ে আসা, ঈদের পূর্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা, সেজান জুস কারখানায় নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করা এবং চা শ্রমিকদের স্বার্থ পরিপন্থী গেজেট প্রত্যাহার সহ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধ করার সরকারি ঘোষনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন এর সভাপতিত্বে এবং সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয় এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার নেতা সাজিদুর রহমান সাইদুল, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক লক্ষ্মী পাল, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সংগঠক বিশ্বজিত শীল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন চলমান করোনা মহামারীতে সাধারণ নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্হা না করে বারবার  লকডাউন এর ঘোষণা দিয়ে  সরকার শ্রমজীবি নিম্নআয়ের মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। লকডাউনে দেশের অফিস আদালত বন্ধ থাকলেও পূঁজিপতি শ্রেণির মুনাফার জন্য কাজ করতে বাধ্য অর্ধ শতাধিক শ্রমিককে জ্যান্ত পুড়ে মরতে হলো মালিক শ্রেণির অবহেলা আর অমানবিকতার কারণে। এই ধরনের রাষ্ট্রীয় হত্যাকান্ডের দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে।

সমাবেশে বক্তারা উল্লেখিত বিষয়সহ করোনাকালীন প্রয়োজনীয়  চিকিৎসা ব্যবস্হা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা, ঈদের পূর্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা, চা শ্রমিকদের স্বার্থ পরিপন্থী গেজেট প্রত্যাহার সহ একতরফা ভাবে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

0Shares