মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নয়াসড়ক ক্রীড়া সংস্থার ঈদ পূর্ণ মিলনী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নয়াসড়ক  ক্রীড়া সংস্থার ঈদ পূর্ণ মিলনী

ডায়ালসিরেট ডেস্ক ::  নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সাথে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বাদ মাগরিব কাজিটুলার আল আমিন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও মিষ্টি বিতরণ করা  হয়।

নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল ও রাজু আহমদ এবং নাজিম উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাটমেন্টন ফেডারেশন সিলেটের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিটির সিলেট মহানগর এর সহ দপ্তর সম্পাদক আব্দুল হামিদ টিটু।

এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজসহ গণ্যমান্য বক্তিবর্গও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

0Shares