করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সার্ভিস দিচ্ছেন ছাত্রলীগ নেতা শাওন

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন  সার্ভিস দিচ্ছেন ছাত্রলীগ নেতা শাওন

ডায়ালসিলেট ডেস্ক :: নিজের পরিবারের কথা চিন্তা না করে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের জন্য সকাল থেকে রাত ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন।

ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন একটি সভ্রান্ত পরিবারের ছেলে। এর আগে থেকে তিনি ২০২০ সাল থেকে মানুষ কে সচেতন করার জন্য মাস্ক হ্যান্ড স্যানেটাইজার, লিফলেট বিতরণসহ অসহায় ছিন্নমূল নিম্ন মধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

পবিত্র রমজান মাসে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ, বন্যার গরীব অসহায় কৃষকের ধান কেটে মারাই করে ঘরে তুলতে সহযোগিতাও করেছেন। করোনা ভাইরাস বৃদ্ধির ফলে সিলেটে অক্সিজনের মহাসংকট দেখা দিলে নিজ অর্থায়নে ফ্রি অক্সিজেন সেবা চালু করেন যা সিলেট নগর ও নগরীর বাইরের বিনামূল্যে মানুষদের সেবা প্রদান করছেন । এখন পর্যন্ত তিনি ১৭৭ জন কে এ সেবা দিয়েছেন।

এসময়  ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন বলেন, যতদিন অবধি পরিস্থিতি  স্থিতিশীল হচ্ছে না ততদিন পর্যন্ত এই সার্ভিসটি অব্যাহত থাকবে। এখনই সঠিক সময় একে অপরের পাশে থাকার। মানুষ তো মানুষেরই জন্য, করোনার এই পরিস্থিতিতে সকলে যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়ে সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি,

তিনি আরো বলেন যার যার অবস্থান থেকে সকল বিত্তবান মানুষ ও রাজনীতিবিদদের সকলকে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ