জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট’র শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট’র শ্রদ্ধাঞ্জলি

ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

রোববার (১৫ আগষ্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলী আক্তার উজ জামান বাবুল, সাধারণ সম্পাদক  বদরুল ইসলাম লস্কর রাজু,  যুগ্ম সম্পাদক  আজাদ হোসেন ও গোপাল লাল রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, প্রচার সম্পাদক অরুপ রায়, ফাউন্ডেশনের  মহানগর  সদস্য ডাক্তার রণজিৎ রায়, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি  মাহমুদা নাজিম রুবী, সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা উর্মি, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ আহমদ, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ, ৫ নং ওয়ার্ড সভাপতি  জাকির হোসেন জাকির, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, ২১ নং ওয়ার্ড সহ সভাপতি নুরুল হক,  সাধারণ সম্পাদক  নাসরিন উর্মী প্রমুখ।

এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরীর প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে  ১৮ নং ওয়ার্ড সভাপতি সাজেদ আহমদ চৌধুরী বাপন এর উদ্যোগে ওয়ার্ডে শিরনী বিতরণ করা হয়।

0Shares