মৌলভীবাজার জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের ১ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২১

মৌলভীবাজার জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান  আজিজুর রহমানের ১ মৃত্যুবার্ষিকী পালিত

ডায়ালসিলেট ডেস্ক ::  স্বাধীনতা পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার সকার ১১ টার দিকে সদর উপজলোর চাঁদনীঘাট ইউনয়িনরে গুজারাই গ্রামে গিয়ে এ কবর জিয়ারত করেন তিনি।

এসময় উপস্থতি ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন, পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ছাত্রলীগের সাবকে সাংগঠনিক সম্পাদক সাউদান সুফিয়ান সাগরসহ পরিবারের সদস্য ও নেতার্কমীরা।
পরে আজিজুর রহমান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যাগে নিজ বাড়িতে স্মৃতিচারণ, জীবনপাঠ গ্রন্থের প্রকাশনা, শিক্ষাবৃত্তি ও খাদ্য সহায়তা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

প্রসঙ্গত,গত ১৮ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪২ সালে সদর উপজলোর গুজারাই গ্রামে জন্মগ্রহণ করেন।

0Shares