সিলেটের পর্যটন শিল্প বিকাশে ক্ষুদ্র বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ : দেবজিৎ সিনহা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

সিলেটের পর্যটন শিল্প বিকাশে ক্ষুদ্র বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ : দেবজিৎ সিনহা

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা বলেন, ‘সিলেটের পর্যটন শিল্প বিকাশে ক্ষুদ্র বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ সম্মেলিত প্রচেষ্টাতে ঝুঁকি কম থাকে। সিলেট পর্যটন শিল্পের জন্য খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল সিলেট। এখানে বিনিয়োগে তেমন ঝুঁকি নেই। ইতিমধ্যে সিলেটের পর্যটন শিল্পের বিকাশে জেলা পরিষদ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। সুতরাং সরকারের পাশাপাশি এই শিল্পে ব্যাপক বেসরকারি বিনিয়োগ প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমি আশাকরি সিলেটের প্রথম পর্যটন শিল্প সমিতি ‘সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড’ এই অঞ্চলের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সমিতির স্বচ্ছতা থাকতে হবে।

শনিবার (২৮ আগস্ট) সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে পর্যটন বিষয়ক সেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের সহযোগী প্রতিষ্ঠান ‘সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবজিৎ সিনহা এসব কথা বলেন।

সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি কবি ইসমত হানিফা চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এটিএম সুয়েব, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনাল হেড ফয়ছাল আহমদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ পরিদর্শক আকতার হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেট ইউনিটের ইনচার্জ কাজি ওয়াহিদুর রহমান, সিলেটভয়েস এর প্রকাশক সেলিনা আক্তার চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, সমিতির কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সদস্য দেলওয়ার হোসেন রানা, আব্দুল হান্নান জুয়েল, জামাল উদ্দিন, মাছুম জায়গিরদার প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়ত করেন বদরুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, গত ২৩ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা সমবায় কার্যালয় সিলেট থেকে সমিতিকে সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড নামে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়। সমিতির নিবন্ধন নং সিল-২৩/২০-২১। সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড নামে এটাই সিলেটের প্রথম কোন পর্যটন শিল্প সমিতি।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares