সিলেট সদর উপজেলায় মাছের পোনা অবমুক্ত করলেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

সিলেট সদর উপজেলায় মাছের পোনা অবমুক্ত করলেন বিভাগীয় কমিশনার

ডায়ালসিলেট ডেস্ক :: বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে দেশীয় রুই, কাতলা ও মৃগেল জাতীয় ৩৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় ।

রোববার (২৯ আফস্ট) বিকেল ৫ টায় সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা সংলগ্ন পুকুরিয়া বিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

এসময় সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, ২০২১-২২ আর্থিক সালের রাজস্ব বাজেটের অর্থায়নে মাছের পোনা অবমুক্তকরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জিল্লুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, গোলাপগঞ্জ উপজেলা খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া প্রমূখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ