সবুজকুঁড়ি আদর্শ সমাজকল্যাণ সংস্থার ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

সবুজকুঁড়ি আদর্শ সমাজকল্যাণ সংস্থার ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

ডায়ালসিলেট ডেস্ক :: ‘রক্তের গ্রুপ জানুন, মানবতার পাশে দাঁড়ান’ এ স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা তৈরি ও রক্ত দানে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে সবুজ কুঁড়ি আদর্শ সমাজকল্যাণ সংস্থার ফ্রি রক্তের গ্রুপ কর্মসূচি শাহাদতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিনামূল্যে চার শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফিজ রেজাউর রহমান রেজার সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানের পরিচালনায় উদ্বোধন করেন ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।

এসময় কর্মসূচি পরিদর্শন করেন উপদেষ্টা মন্ডলি সদস্য স্পেন প্রবাসী এম আব্দুল গফুর ইমরান, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, স্পেন প্রবাসী আখতার হোসেন, আব্দুর রহমান, লেবু মিয়া, আব্দুল খালিক, মাওলানা মুফাজ্জল হোসেন।

ক্যাম্পেইন পরিচালনা করেন সাংগঠনিক সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জামিল আহমদ সুমন, সমাজ কল্যাণ সম্পাদক নাজিম আহমদ, সদস্য সালেহ আহমদ, আব্দুল আহাদ, মিফতা, লতিবুর রহমান, জবরুল ইসলাম, আল-আমীন, লাবিব আহমদ, সহ প্রমুখ।

রক্তের গ্রুপ নির্ণয় করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর শিক্ষার্থী মোঃ মুহিবুর রহমান,জইন উদ্দিন জয়, মোঃ মাজিদুল ইসলাম, হুমায়ুন রসিদ, আয়শা বেগম ও এলি বেগম।

এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে শাহাদতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও হাজী আনোয়ার আলী একাডেমি শিক্ষার্থীরা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ