প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫জন আর আক্রান্ত হয়েছেন ১৩ জন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। এনিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৫০৮ জন।
প্রতিবেদন থেকে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে ৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ২ এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৫০৮ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৫৬৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৩৬ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬২০ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৮৩ জন রয়েছেন।
একই সময়ে সিলেট বিভাগে ৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১০ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১৪ জন রয়েছেন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৫৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৬৭ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৬১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে একজন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech