প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন মৌলভীবাজার ছাড়া বিভাগের বাকি তিন জেলায় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল শূন্য।
বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮০৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১.১১ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ, সুনামগঞ্জে শূণ্য শতাংশ, হবিগঞ্জে শূণ্য শতাংশ এবং মৌলভীবাজারে ৫ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিরা মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৭৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১১৬ জন রয়েছেন।
একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১০ জন সিলেট জেলার হাসপাতালে এবং ৩ জন মৌলভীবাজার জেলার হাসপাতালে ভর্তি আছেন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন আছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৩৭ জন এবং মৌলভীবাজার জেলার ১১ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৩৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৩৫২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১১ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৭৫২ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া একমাত্র ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এখন পর্যন্ত বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech