করোনার টিকা পাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

করোনার টিকা পাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

ডায়ালসিলেট ডেস্ক::আজ শনিবার সকাল ১০টা থেকে করোনার টিকা পাচ্ছেন শাহজালালশুক্রবার (১৫ অক্টোবর) বিকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা। ‌‌’আগে আসলে আগে পাবে’ এর ভিত্তিতে প্রথম দুই’শ শিক্ষার্থী পাচ্ছেন করোনার টিকা। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ টিকা কার্যক্রম উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ইউজিসিতে পাঠানো তথ্য অনুযায়ী যেসকল শিক্ষার্থী করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের মধ্যমে থেকে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরকেও টিকা দেয়া হবে। টিকা নিতে আসা শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares