দিলারা রুমা’র “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “পিপ পিপ হানি বানি” গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

দিলারা রুমা’র “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “পিপ পিপ হানি বানি” গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন

ডায়ালসিলেট ডেস্ক::জসিম বুক হাউজ সাহিত্য পরিষদ এর আয়োজনে কথা সাহিত্যিক দিলারা রুমা’র “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “পিপ পিপ হানি বানি” গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে।

অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজ এর স্বত্তাধিকারী ও প্রকাশক মো.জসিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জনাব আনিসুল হক লিখন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছয়ফুল আলম পারুল, ছামির মাহমুদ,  এনামুল মুনীর, মজির উদ্দীন, গাজী সাইফুল হাসান,  জাহাঙ্গীর আলম,  জাহিদুল ইসলাম।

উপস্থাপনা করেন প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ।  অনুষ্টানে দিলারারুমা’র পিপপিপ হানিবানি হানিবানি বইয়ের কবি আবৃত্তি পরিবেশনা করেন সিলেট মুক্তাক্ষর, আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা  বক্তব্য রাখেন গল্পকার মিনহাজ ফয়সাল,  কবি জালাল জয়, গীতিকার পীযুষ কান্তি তালুকদার, কবি ও ব্যাংকার জয়নাল আবেদীন বেগ, কবি ও ব্যাংকার তারেশ কান্তি তালুকদার, আমিনুল ইসলাম লিটন, কবি শাহিনা জালালি পিয়ারা,কবি ও শিক্ষক লুৎফা আহমদ লিলি, কবি জুবের আহমদ সার্জন, কবি শামীমা ঋতু, কবি কামাল আহমেদ, কবি মনোয়ার পারভেজ, কবি রোকসানা বেগম,  কবি রোজি, সাব্বির আহমেদ অপু, অপি, রওশন আরা, সুমনা বেগম প্রমুখ।পরে কবি ও কথাসাহিত্যিক দিলারা রুমা’র বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “পিপ পিপ হানি বানি” গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে কথা সাহিত্যিক দিলারা রুমা’র  জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

ডায়ালসিলেট এম/
0Shares