প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ রোববার অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা চলে । ভর্তি কমিটি সূত্রে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৭১০ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৪ হাজার ৩’শ ৬৪ জন। সে হিসেবে পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২ দশমিক ৬৫ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩’শ ৪৬ জন পরীক্ষার্থী। এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে শিক্ষার্থী- অভিভাবকদের কষ্ট লাঘব হয়েছে। এতে বাংলাদেশে নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আশাকরি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরো সুন্দরভাবে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যাবে। তিনি আরো বলেন, আজকের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানতে পেরেছি দেশের অন্যান্য কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীরা প্রায় শতভাগ অংশগ্রহণ করেছেন। আমরা দুই একদিনের মধ্যেই ফলাফল ঘোষণা করার চেষ্টা করবো। পরিশেষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভাইস চ্যান্সেলর।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech