প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতলো অষ্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতলো অষ্ট্রেলিয়া

 

নিজস্ব প্রতিবেদক ::  প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতল অস্ট্রেলিয়া। এর আগে বৈশ্বিক আসরে পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও এতদিন এই ট্রফিটি অধরা ছিল।

 

অবশেষে প্রতিবেশি দেশের সাথে  ৮ উইকেট হারিয়ে ১ম বারের মতো টি ২০ বিশ্বকাপ শিরোপা জিতলো দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০১০ সালে তারা একবার ফাইনাল খেলেছে কিন্তু সেসময় ইংল্যান্ডের কাছে হেরে যেতে হয়। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথমবার এই ফরম্যাটের ফাইনালে উঠে। অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেভাবে পাকিস্তানকে হারিয়েছে।

 

সেটি তাদের ফাইনাল জ্বয়ের মধ্যদিয়ে শিরোপা জিতে টি ২০ বিশ্বকাপে তাদের নাম লিখে রাখলো। অন্যদিকে নিউজিল্যান্ড কোনো বিশ্বকাপই জেতেনি এর আগে। অস্ট্রেলিয়া ওয়ানডেতে ৫ বারের চ্যাম্পিয়ন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ