আজ চন্দ্রগ্রহণ শুরু হবে যখন

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

আজ চন্দ্রগ্রহণ শুরু হবে যখন

 

ডায়ালসিলেট ডেস্ক :: শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ইতিহাসে বিরলতম ঘটনাটি ঘটতে যাচ্ছে আজ শুক্রবার পূর্ণিমার দিনে। মূল চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে। ৫৮০ বছরের মধ্যে আজ দেখা যাবে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, যা স্থায়ী হবে টানা ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড। এতে চাঁদের রং হবে রক্তের মতো লাল। যে কারণে এর নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’ রাখা হয়েছে ।

 

খণ্ডগ্রাস হলেও ৯৭ শতাংশ গ্রহণ হবে চাঁদের। আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশের আকাশে কোথাও কোথাও এই গ্রহণ আংশিক দেখা যাবে। চলতি শতাব্দীতে আকাশে আর এমন দৃশ্য আর দেখা যাবে না।

 

এর আগে চলতি বছরে প্রথমটি দেখা গিয়েছিল ২৬ মে। সর্বশেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুক্রবার হতে যাচ্ছে যার নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’ । যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, শুক্রবার এই চন্দ্রগ্রহণ দেখা যাবে চীন, জাপানসহ গোটা পূর্ব এশিয়ায়। উত্তর ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতেও দেখা যাবে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ যদি পরিষ্কার থাকে তবে আংশিক গ্রহণের শেষ দিকে দেখা যাবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়,

ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ