আফগানিস্তানে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের হত্যা গুম : যুক্তরাষ্ট্রসহ ও ২০ দেশের নিন্দা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১

আফগানিস্তানে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের হত্যা গুম : যুক্তরাষ্ট্রসহ ও ২০ দেশের নিন্দা

 

আন্তর্জাতিক ডেস্ক :: বিনা বিচারে অথবা সুষ্ঠু বিচার ছাড়াই আফগানিস্তানের সাবেক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করার জন্য তালেবানদের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে, ইউরোপিয়ান ইউনিয়নসহ ২০টি দেশ। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সাবেক পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে ও জোরপূর্বক গুম করা হচ্ছে বলে রিপোর্ট রয়ছে।

 

শনিবার আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেসের কমপক্ষে ৪৭ জন সদস্যকে হত্যা অথবা গুমের প্রামাণ্য রিপোর্ট প্রকাশ করে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

 

এরপরই যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও ওই ২০টি দেশ নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। খবরটি অনলাইন আল জাজিরা থেকে পাওয়া।

 

এতে বলা হয়েছে, তালেবানরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের জন্য। কিন্তু তারা একথার বিপরীতে কাজ করছে যা মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন এবং হত্যার অভিযোগে এসব দেশ গভীরভাবে উদ্বিগ্ন। এতে তারা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীতে এবং সাবেক সরকারের কর্মকর্তাদের সাধারণ ক্ষমার নীতি কার্যকর করতে তালেবানদের প্রতি আহ্বান জানান। যেসব হত্যার বিষয়ে রিপোর্ট হয়েছে তার দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে।

 

বিবৃতি দিয়েছে যেসব দেশ তার মধ্যে অন্যতম হলো অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, বৃটেন, ইউক্রেন প্রভৃতি।

 

বিজয় অর্জনের পর তারা প্রতিশোধমূলক হত্যাকা- চালিয়েছে এমন বিশ্বাসযোগ্য অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

 

হিউম্যান রাইটস ওয়াচ তার রিপোর্টে বলেছে, তালেবানরা সাবেক সরকার বা নিরাপত্তা রক্ষায় দায়িত্বদের শনাক্তকরণের নিবন্ধন শুরুর কয়েক দিনের মধ্যে তাদেরকে আটক করেছে এবং হত্যা করেছে অথবা জোরপূর্বক গুম করে দিয়েছে। কিন্তু আত্মীয়দের কাছে তাদের দেহ ফেরত দেয়া হয়নি।

 

হিউম্যান রাইটস ওয়াচের গবেষণা বলছে, তালেবানরা গজনি, হেলমান্দ, কুন্দুজ অথবা কান্দাহার প্রদেশে আফগানিস্তানের সাবেক নিরাপত্তা রক্ষায় থাকা কমপক্ষে ১০০ সদস্যকে হত্যা বা জোরপূর্বক গুম করে দিয়েছে যা মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, চুরি এবং অন্য অপরাধ তদন্তের জন্য তালেবানরা একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে।

0Shares