এবার দলীয় পদ হারালেন ডা. মুরাদ হাসান

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

এবার দলীয় পদ হারালেন ডা. মুরাদ হাসান

 

ডায়ালসিলেট ডেস্ক :: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর এবার জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে ডা. মুরাদ হাসানকে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

 

ডা. মুরাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন জামালপুর জেলা আওয়ামী লীগের নেতারা। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বৈঠকে দলীয় পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ জানান, জামালপুর সরিষাবাড়ী উপজেলার ৪ আসনের এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগকারী, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন ডা. মুরাদ হাসান। তার উদ্ধত পূর্ণ আচরণ ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুরাদকে জামালপুর জেলা আওয়ামী লীগ বহিষ্কার করবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ডা. মুরাদ হাসানকে একদিনের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তথ্য প্রতিমন্ত্রীকে এ বার্তা দেয়ার পর মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র সচিবালয়ে পাঠিয়ে দেন।

 

0Shares