প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হলেন চেম্বারের সদ্য সাবেক সহ-সভাপতি ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এসোসিয়েট থেকে সর্ব্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়া প্রার্থী তাহমিন আহমদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একই পরিষদের অর্ডিনারী শ্রেনী গ্রুপের ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো.আতিক হোসেন।
রাত সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জব্বার জলিল বলেন- প্রেসিডিয়াম নির্বাচন সুষ্ঠু প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান এবং এতে সিলেট চেম্বারের সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এসোসিয়েট থেকে নির্বাচিত তাহমিন আহমদকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তবে এ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রহমান জামিল ও সহসভাপতি প্রার্থী হুমায়ুন আহমদের প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে রাত ১১টার দিকে নির্বাচন প্রক্রিয়াকে ষড়যন্ত্রমূলক দাবি করে চেম্বার কার্যালয় ত্যাগ করে। এসময় তারা রাস্তায় এসে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল সহকারে কার্যালয়ের স্থান ত্যাগ করেন।
এরআগে দুপুর ৩ ঘটিকা থেকে সিলেট চেম্বার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। প্রথমে দু’পক্ষই সমঝোতায় চাওয়া হয় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির পদ বাগিয়ে নিতে। কিন্তু সে ভাগ্য নির্ধারণ চেম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পরে দফায় দফায় সমঝোতার মাধ্যমে পদ নির্ধারণের জন্য চেষ্টা চালিয়ে যান নির্বাচনে কমিশনের পক্ষ থেকে কিন্তু তা দু পক্ষই তা মেনে নিয়ে নারাজ। অবশেষে রাত নয়টায় চুড়ান্ত ফলাফলের মাধ্যমে নির্বাচিত হওয়া নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই প্যানেলের অন্তরালে আওয়ামী লীগ শীর্ষ নেতাদের অবস্থান অনেকটা স্পষ্ট হয়েছে ভোটের দিন থেকেই। সেক্ষেত্রে নেতৃত্বে আসার ভাগ্য নির্ধারণ করছে দুই নেতার দাপট ও ইশারার ওপর। সমঝোতার মাধ্যমে না হলে দুই পক্ষের নির্দিষ্ট প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে প্রেসিডিয়াম নির্ধারণে ভোট গ্রহনের মাধ্যমে চেম্বারের নির্বাচন প্রার্থীতার পদ নির্ধারণ করবেন পরিচালনা বোর্ড।
এদিকে, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সমান সংখ্যক প্রার্থী বিজয়ী হওয়ায় প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। পরে দফায় দফায় দু’পক্ষের বৈঠক শেষে দি সিলেট চেম্বার নির্বাচনের ৩টি পদ নির্ধারণ করা হয়। পরে রাত সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জব্বার জলিল সভাপতি সিনিয়র সহ-সভাপতি এবং সহ সভাপতির নাম উল্লেখ করে নির্বাচিত ঘোষণা করেন।
এর আগে বৈঠকে সদ্য সাবেক সভাপতি এটিএম শোয়েব আবারো সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও অন্য পক্ষ কোনো ছাড় দেননি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech