প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: গীতিকবি শেখ শামসুল ইসলামের কবিতাগ্রন্থ ‘ভালোবাসার স্মৃতি’ গীতিকাব্য’ আসা যাওয়া ভবের খেলা’, প্রবন্ধ সংকলন ‘গ্রাম বাংলার ও রুপকথা’ ও ‘জীবনের গল্প’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে ইস্ট লন্ডনের গ্রেটক স্টেইটের মাইক্র বিজনেস সেন্টারে শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর উদ্যোগে গীতিকার সুরকার গল্পকার প্রাবন্ধিক কথাসাহিত্যিক লেখক সংগঠক রাজনীতিবিদ কমিউনিটি ব্যক্তিত্ব অনলাইন মিডিয়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী কবি শেখ শামসুল ইসলামের কবিতাগ্রন্থ ভালোবাসার স্মৃতি গীতিকাব্য আসা যাওয়া ভবের খেলা ও প্রবন্ধ সংকলন গ্রাম বাংলার রুপকথা ও জীবনের গল্পের মোড়ক উন্মোচন অনুষ্টানের আয়োজন করা হয় ।
যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার স্পিকার মোঃ আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারাগ ডেপুটি স্পিকার জেনেট রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর সাবিনা আক্তার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর ও কবি শাহ সুহেল আমিন, বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম খান, বেতার বাংলার ডাইরেক্টার বাবুল, বিলেতের প্রবিন সাংবাদিক নাহাস পাশা, উপস্থিত ছিলেন কবি ও নাট্রকার তিনটি বইয়ের আলোচক মুজিবুল হক মনি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট ইউকে সহ-সভাপতি শেখ কামাল হোসেন ও শেখ জাহাঙ্গীর আলী। এসময় কবি শেখ শামসুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ক্রেস্ট প্রধান করেন শেখ কামাল হোসেন ও শেখ জাহাঙ্গীর আলী। দেশ বিদেশ মোহাম্মদ পুর গ্রুপ এর পক্ষ থেকে ক্রেস্ট প্রধান করেন আকলাক হোসেন ও আনুয়ার আলী। পরে কবি শেখ শামসুল ইসলামের স্বরচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কবির ভালোবাসার স্মৃতি বই থেকে কবিতা পাঠ করেন কবি ও বাংলাভাসী প্রতিনীদি সাহারা খান কবি আছমা মতিন, কবি হাজেরা কোরেশি অপি, প্রবিন কবি জবেদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেখ রিহান উল্ল্যাহ মুন্সী, মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ কামাল হোসেন,দেশ বিদেশ মোহাম্মদ পুর গ্রুপের উপদেষ্টা আকলাক হোসেন,বিশ্বনাথ ডেভেলপমেন্ট সশিয়েল ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, কবি এম মোসাইদ খান, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছির যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আবু বক্কর খান, যুক্তরাজ্য উদীচী শিল্পী গুষ্টির সভাপতি নুরুল ইসলাম, বেতার বাংলা শ্রোতা ফোরামের সাবেক সভাপতি আবুল কালাম, যুক্তরাজ্য কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ আলী, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিলু মিয়া, হারিক কামালি, সৈয়দ বেলাল, তারেক চৌধুরী, আবুল হোসেন, শামসুল হক, শাহ এম আর বেলাল।
বক্তারা বলেন তিনটি বইয়ের প্রনেতা কবি শেখ শামসুল ইসলাম প্রবাসে থেকে তিনটি বই প্রকাশ করেছের তা সত্যিই পাঠকদের ও কবিদের আরো উৎসাহিত করবে । তিনটি বই একসাথে প্রকাশ করা সত্যিই গর্বের বিষয় আধ্যাত্নিক জ্ঞান ছাড়া কেউ কবি হতে পারে না এটা আল্লাহর দান ।
কবি শেখ শামসুল ইসলাম দিনে কাজ করতেন রাতে লেখালেখি করতেন এজন্য তার পরিবারের সহধর্মিনীর সাপোর্ট পেয়েছেন তার এক মাত্র মেয়ে শেখ ফারজানা ইসলামের সাপোর্ট পেয়েছেন কৈশোর বয়স থেকেই কবি শেখ শামসুল ইসলাম রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকতার সাথে জড়িত ছিলেন। তার তিনটি বইয়ের সর্বাত্নক সাফল্য কামনা করি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech