দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ছড়াকার নিরঞ্জনের জন্মদিন পালন

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ছড়াকার নিরঞ্জনের জন্মদিন পালন

ডায়ালসিলেট ডেস্ক::দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে জন্মদিন পালন করলেন ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ। গত ২ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৮ টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হয়। এসময় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে অতিথিবৃন্দ কেক কেটে, ক্রেস্ট প্রদান করে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে গ্রিন ডিজেবল্ডের দৃষ্টি প্রতিবন্ধী সকল শিশু-কিশোরেরা বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। এসময় প্রধান অতিথি অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, জন্মদিন মানেই বড় করে আয়োজন করার মাঝে আসল সুখ নেই। বরং মানুষের পাশে থেকে মানুষের উপকারে আসলে তবেই সুখ। ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ আজ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজনটি করায় তাকে ধন্যবাদ জানাই। বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুরা আজ আনন্দের শরিক। অন্যরাও তাকে অনুসরণ করা উচিৎ। পারমিতা সিলেটের আয়োজনে কবি মাসুদা সিদ্দিকা রুহির সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মিজান মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সিলেটের সদস্য মোহাম্মদ শাহনুর, ছড়াকার অজিত রায় ভজন, কবি সুমন বনিক, গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. বায়জীদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, কবি ধ্রুব গৌতম, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, ছড়াকার প্রশান্ত লিটন, সাংবাদিক এমরান ফয়ছল, সাংবাদিক শাহ শরীফ উদ্দীন।দিন, আরিয়ান সাইফ, রাফি, নাবি, সন্দিপ চন্দ, ধ্রুব চন্দ প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন।

0Shares