১৯১ ভরি স্বর্ণসহ যুবক আটক

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

১৯১ ভরি স্বর্ণসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিপুলপরিমাণ স্বর্ণের অলংকারসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশ্যান ব্যাটালিয়ন-১৫র সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা।

সেই সঙ্গে আটক করা হয়েছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে করম আলী ওরফে করিম (৩৭) নামের এক ব্যক্তিকে। র‌্যাব সদস্যরা বুধবার উখিয়ার পালংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে এক পাচারকারীকে আটক করে। তার শরীর তল্লাশি করে স্বর্ণের অলংকারের চালানটি উদ্ধার করে। এ সময় পাচারকারী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

র‌্যাবের উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ মোট ১৯১ ভরি ০৬ আনা স্বর্ণালংকার।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ